বি আর এস খতিয়ান যাচাই করার নিয়মেই পোস্ট উল্লেখ করা হবে। তারা যারা বি আর এস খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন তারা এই পোস্ট শেষ অব্দি পড়ুন।
বাংলাদেশের যে কয়েকটি খতিয়ান রয়েছে তার মধ্যে বি আর এস খতিয়ান অন্যতম। বি আর এস খতিয়ান অনুসন্ধান করার মাধ্যমে জমির সঠিক মালিকানা, জমির পরিমাণ ও জমির অন্যান্য তথ্য পাওয়া যায়।
এই কারণে বেশিরভাগ মানুষ বি আর এস খতিয়ান অনুসন্ধান করতে আগ্রহী। কিন্তু অধিকাংশ মানুষ বি আর এস খতিয়ান কিভাবে যাচাই করতে হয় তা জানে না। তাই আজকের এই পোস্টে বি আর এস খতিয়ান যাচাই করার সহজ পদ্ধতি উল্লেখ করব।
বি আর এস খতিয়ান যাচাই করার নিয়ম
তথ্যপ্রযুক্তির এই যুগে, বিআরএস খতিয়ান যাচাই করা একদমই সহজ। আপনার কাছে যদি জমির সঠিক তথ্য থাকে তাহলে মাত্র ১ মিনিটে brs খতিয়ানের তথ্য অনুসন্ধান করতে পারবেন। বিআরএস খতিয়ানের তথ্য যাচাই করার সহজ পদ্ধতি নিচে উল্লেখ করা হলো।
- সর্বপ্রথমে https://dlrms.land.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন;
- এবার সার্ভে খতিয়ান অপশনে ক্লিক করুন;
- এখন জমির বিভাগ, জেলা, উপজেলা/থানা বাছাই করুন।
- খতিয়ানের ধরণ অপশন থেকে বি আর এস খতিয়ান বাছাই করুন।
- এরপরে জমির মৌজা বাছাই করুন।
- খতিয়ান নং এর ঘরে খতিয়ান নাম্বার লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন।
এভাবেই উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে যেকোন জমির বিআরএস খতিয়ানের তথ্য যাচাই করতে পারবেন খুব সহজে।
বি আর এস খতিয়ান অনুসন্ধান করার পদ্ধতি
বি আর এস খতিয়ান অনুসন্ধান করার পদ্ধতি নিচে ধাপে ধাপে উল্লেখ করা হলো। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই বিআরএস খতিয়ান অনুসন্ধান করুন।
ধাপ ১: বিআরএস খতিয়ান অনুসন্ধান করতে সর্বপ্রথম https://dlrms.land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর এখান থেকে সরাসরি সার্ভে খতিয়ান অপশনে ক্লিক করুন।

ধাপ ২: এবার আপনার জমির সার্ভে খতিয়ানের তথ্য প্রদান করতে হবে। প্রথমে জমির বিভাগ, জেলা ও উপজেলা/থানা বাছাই করুন। তারপরে খতিয়ানের ধরন অপশন থেকে বি আর এস বাছাই করুন।

ধাপ ৩: এই পর্যায়ে আপনাকে জমির সঠিক মৌজা বাছাই করতে হবে। মৌজা বাছাই করার পরে খতিয়ান নং এর ঘরে খতিয়ান নাম্বার লিখুন। অতঃপর খুঁজুন বাটনে ক্লিক করুন।

আপনি যখন খুঁজুন বাটনে ক্লিক করবেন তখন জমির মালিকানার তথ্য আসবে। সেই তথ্যের উপরে ডাবল ক্লিক করবেন। তাহলে উক্ত জমির বিআরএস খতিয়ানের সকল তথ্য দেখতে পারবেন।

বি আর এস খতিয়ান চেক করুন
বিআরএস খতিয়ান চেক করতে প্রথমে https://dlrms.land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপরে সার্ভে খতিয়ান অপশন নির্বাচন করবেন।
এবার আপনাকে সার্ভে খতিয়ানের তথ্য প্রদান করতে হবে। পর্যায়ক্রমে জমির বিভাগ, জেলা, উপজেলা/থানা নির্বাচন করবেন। তারপরে খতিয়ানের ধরন অপশন থেকে বি আর এস অপশন নির্বাচন করুন।
এখন জমির সঠিক মৌজা নির্বাচন করবেন। অতঃপর খতিয়ান নং এর ঘরে জমির সঠিক খতিয়ান নাম্বার লিখে খুঁজুন বাটনে ক্লিক করবেন। তাহলে উক্ত জমির বিআরএস খতিয়ানের তথ্য যাচাই করতে পারবেন।
FAQ’s
বি আর এস খতিয়ান যাচাই করতে কি কি লাগে?
বি আর এস খতিয়ান যাচাই করতে জমির সঠিক বিভাগ, জেলা, উপজেলা/থানা, মৌজা ও খতিয়ান নম্বর লাগবে।
বি আর এস খতিয়ান যাচাই করতে কত টাকা লাগে?
বি আর এস খতিয়ান বের করতে কোন টাকা লাগে না। অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে বি আর এস খতিয়ান বের করতে পারবেন।
বি আর এস খতিয়ানের তথ্য খুঁজে না পেলে করণীয় কি?
উপরোক্ত পদ্ধতির মাধ্যমে সঠিক খতিয়ান নাম্বার দেওয়ার পরেও যদি বিআরএস খতিয়ানের তথ্য খুঁজে পাওয়া না যায় সেক্ষেত্রে উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করবেন।
শেষ কথা
বি আর এস খতিয়ান যাচাই করার সহজ নিয়ম আজকের পোস্টে উল্লেখ করেছি। আশা করছি, যারা অনলাইনে বিআরএস খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন তারা আজকের পোস্ট থেকে উপকৃত হয়েছেন।
এছাড়া বিআরএস খতিয়ান চেক করতে কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের ভিজিট করুন।
